• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo
রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে সেনা সদস্যের মৃত্যু
রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে অমিত দে (২৪) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে মতিঝিল সেনা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ওই সেনাসদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে ল্যান্স করপোরাল মো. আব্দুর রহিম বলেন, ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন অমিত। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমিতের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার আটার গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। আরটিভি/এসএপি
৫ ঘণ্টা আগে

নাইজেরিয়ায় বোকোহারামের হামলায় নিহত ৮১
নাইজেরিয়ার উত্তর-পূর্ব ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে। দেশটির জঙ্গি সংগঠন বোকোহারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপির। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন, রাইফেল, আরপিজিসহ (রকেটচালিত গ্রেনেড) বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শ’ বোকোহারাম সদস্য ৫০টির বেশ মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে গত রোববার এ হামলা হয়। স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনাসদস্যরা মাফায় পৌঁছানোর আগেই ১৫ জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে। বোকো হারামসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গত ১৫ বছর উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে। এতে নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। মধ্য ও উত্তর-পশ্চিম নাইজেরিয়ার মানুষ সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর হাতে বছরের পর বছর নিষ্পেষিত হচ্ছেন। গোষ্ঠীগুলোর সদস্যরা দস্যু নামে পরিচিত। তারা গ্রামে গ্রামে হামলা চালিয়ে লুটপাট করার পর সেখানকার বাসিন্দাদের হত্যা ও অপহরণ করেন এবং বাড়িঘরে আগুন দেন।
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১

সেনাসদস্যদের অশোভন আচরণ নিয়ে যা বলল সেনাবাহিনী
কয়েকজন ব্যক্তির সঙ্গে কিছু সেনা সদস্যের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না। এতে আরও জানানো হয়, ইতোমধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬ আগস্ট ২০২৪, ০৪:৩৩

সেনাসদস্যদের দেখে ১১টি বাইক ফেলে পালাল সন্ত্রাসীরা 
নাটোরের নলডাঙ্গায় ১১টি মোটরসাইকেলে গ্রামবাসীর ওপর সন্ত্রাসীরা আক্রমণের চেষ্টা চালাচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেনাসদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। রোববার দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মোহা. মনোয়ারুজ্জামান। তিনি বলেন, রোববার দুপুরে ২০ থেকে ২২ জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল ১১টি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করেছেন সেনাসদস্যরা। মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ চলছে।  
১২ আগস্ট ২০২৪, ১৩:৫৩

বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
কক্সবাজারে বেড়াতে গিয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামুর চাকমারকূলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম আতিকুর রহমান (২৯)। তিনি রংপুরের মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আতিকুর কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন। বিষয়টির নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি আজিজুল বারী। তিনি বলেন, সেনাসদস্য আতিকুরসহ দুজন কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে চাকমারকূল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের ধাক্কায় দেয়। তিনি আরও বলেন, এতে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী। হাসপাতালে নেওয়ার পর মারা যান সৈনিক আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
২৫ মার্চ ২০২৪, ২২:৫৩

জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম হালিম (৬২)। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার স্থানীয় বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারগঞ্জ উপজেলা থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল একটি বালুবোঝাই ট্রাক। হাজরাবাড়ী বাজারে ট্রাকটি পৌঁছালে একটি অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করতে গেলে ধাক্কা লাগে। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ। তিনি বলেন, ট্রাকচাপায় এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৫ মার্চ ২০২৪, ১৯:১৪

মিয়ানমারের সেনাদের ফিরিয়ে নিতে জাহাজ চলে এসেছে : পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমার থেকে আসা সেনাসদস্যদের ফিরিয়ে নিতে তাদের জাহাজ চলে এসেছে, তবে সমন্বয়হীনতার জন্য জাহাজটি ভিড়তে পারছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার দ্রুতই তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। এটা খুব সহসা হবে। কখন কোন জাহাজ ভিড়বে সেটি টেকনিক্যাল পার্ট। সে বিষয়ে আমার বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা আপাতত তাদের ফেরত পাঠানো নিয়েই কাজ করছি। কারণ, আমাদের প্রথম অগ্রাধিকার তাদের নাগরিকদের ফেরত পাঠানো। তারাও তাদের লোকদের নিয়ে যেতে চায়। তিনি বলেন, মিয়ানমারে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিরাপত্তা চৌকি কে পাহারা দিচ্ছে সেটিও তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের বক্তব্য জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে এখানে (বাংলাদেশে) নিরাপত্তা বিঘ্নিত হোক তা আমরা কখনও চাই না। তবে আমাদের এখানে নিরাপত্তা কিছুটা বিঘ্নিত হয়নি, সেটি তো সঠিক নয়। তাদের শেল এসেছে পড়েছে, দুজন নিহত হয়েছে। এ নিয়ে কিন্তু আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। তিনি আরও বলেন, মিয়ানমার থেকে যেসব বিজিপি ও সেনা এবং তাদের পরিবারের সদস্য পালিয়ে এসেছেন তাদের সহসা ফেরত পাঠাব। এ বিষয়ে আমরা দেশটির সঙ্গে একমত হয়েছি। মিয়ানমার তাদের ফেরত নিয়ে যাবে। আমি দিনক্ষণ বলতে চাই না, কারণ এটি গোপনীয়। এখানে নিরাপত্তার বিষয় রয়েছে। তবে সহসাই তাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সম্মত হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই তাদের ফেরত পাঠাতে পারব। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের দেশে ১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গা অবস্থান করছে। তাদের কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। পরিবেশগত, নিরাপত্তা ও মাদকজনিত সমস্যাসহ অন্যান্য সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের পক্ষে কি আরও রোহিঙ্গা আশ্রয় দেওয়া সম্ভব? মিয়ানমারে রোহিঙ্গাদের নিয়েই সংঘাত চলছে তা নয়। তাদের মধ্যে নানা জাতিগোষ্ঠী আছে। তাদের মধ্যে নানা সমস্যা চলছে। তাদের সংঘাতের উত্তাপের কারণে আমরা আমাদের দেশে নানান সমস্যায় পড়ব, তা কি সঙ্গত?  
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮

ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও সদর উপজেলার ঘারিন্দা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।   বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হাতিয়া ও ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  কালিহাতীতে নিহত সেনাসদস্যের বাড়ি লক্ষ্মীপুরে। ছুটি শেষে কর্মস্থল বগুড়া সেনানিবাসে যাচ্ছিলেন তিনি। ফখরুল ইসলাম ওই সেনানিবাসে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তবে তিনি কোন রুটের ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তা জানা যায়নি।  বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।  রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করবে বলেও জানান তিনি। 
২৪ জানুয়ারি ২০২৪, ১২:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়